ফরিদপুর মেডিকেলে চান্স প্রাপ্ত হাজীগঞ্জের তাসরাফি সুলতানা প্রান্তকে সংবর্ধনা!

ফরিদপুর মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত হাজীগঞ্জের কৃতি সন্তান তাসরাফি সুলতানা প্রান্তকে সংবর্ধনা!
মো.তারেক আজিজ( বার্তা প্রধান)
হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির প্রাক্তন শিক্ষার্থী তাসরাফি সুলতানা প্রান্তুকে চিলড্রেন একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব রিফাত জাহান ও স্কুলের সকল শিক্ষকবৃন্দ।
ফরিদপুর মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন হাজীগঞ্জের কৃতি সন্তান তাসরাফি সুলতানা প্রান্ত!
তিনি হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট সিরামিকস ব্যবসায়ী ফখরুল ইসলাম সাহেবের কন্যা!
স্কুল জীবন থেকেই অদম্য মেধাবী ছিলেন তাসরাফি। ছোট থেকেই ডাক্তার হবার স্বপ্ন নিয়ে বড় হতে থাকেন তাসরাফি সুলতানা প্রান্ত!
তারা বাবা ফখরুল ইসলাম জানান, আমরা বাবা ও মেয়ে দুইজনের ইচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরন করেছেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেনো আমার মেয়ে ডাক্তার হয়ে গরীব, অসহায় ও দুস্থ্য মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।