হাজীগঞ্জে ১৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক!

হাজীগঞ্জে ১৬ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক!
জসীম উদ্দিন (বিশেষ প্রতিবেদক):
চাঁদপুরের হাজীগঞ্জে অভিযানে ১৬ কেজি গাঁজা সহ মো. আল-আমিন (২২) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২৩ /২/২০২৫ রাত ১১ ঘটিকার সময় তাকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকা থেকে আটক করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএন জি জব্দ করা হয়। মো. আল-আমিন বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাদুটি বাজার এলাকার বামুন্ডা মিস্ত্রি বাড়ির ওসমানের ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ১১টা দিকে পৌরসভা দিন ৩নং ওয়ার্ড ধেররা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম সে টিমের নেতৃত্ব দেন চৌকস পুলিশ অফিসার ইন্সপেক্টর সাজ্জাদ
এসময় ধেররা নদীদাশ বাড়ি সংলগ্ন স্থানে একটি সিএনজি তল্লাশি করে ১৬ কেজি গাঁজা জব্দ এবং মো. আল-আমিন নামের এক তরুণকে আটক করা হয়ে। পরবর্তীতে মাদক বহন কারি আল-আমিনকে জেল হাজতের প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে