চান্দিনা উপজেলার কয়েকটি গ্রাম যেন মাদকের আস্তানা!

চান্দিনা উপজেলার কয়েকটি গ্রাম যেন মাদকের আস্তানা!
গাজী শাওন( চান্দিনা প্রতিনিধি)
চান্দিনা উপজেলার ১৩ নং জোয়াগ ইউনিয়ন এর কৈলাইন ও লক্ষীপুর গ্রাম যেন মাদকের সেবীদের আখড়া।
কৈলাইন ও লক্ষ্মীপুর গ্রাম দুটি (চান্দিনা -বরুড়া -কচুয়া) ৩ থানার মধ্যখানে অবস্থিত হওয়ার কারণে ধরাছোঁয়ার বাহিরে থাকে মাদক কারবারিরা!
স্থানীয় সূত্রে জানা যায় মাদক কারবারিরা স্থানীয় রাজনীতির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে।
যদিও স্থানীয় কয়েকটি সংগঠন অনেক বার মাদক এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তাতে স্থানীয় ভাবে ভালো হয়ে যাওয়ার আশ্বাসে তাদের প্রাথমিক ক্ষমা করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পর কিছু দিন মাদক কারবারিরা গা ঢাকা দিয়ে থাকে কিন্তু এখন আবার তাদের কার্যক্রম সক্রিয় হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।
এখন স্থানীয় সাধারণ জনগণের চাওয়া মাদক কারবারিদের যেন প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের সমন্বয়ে একেবারেই প্রতিরোধ করা যায়।
স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা মাদক নির্মুলের আস্বাস প্রদান করেন!